Site icon Jamuna Television

রংপুরে ছাগল নিয়ে মামলা: রাতভর নির্যাতনের অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে ছাগল নিয়ে দ্বন্দ্ব অতপর মামলার জেরে শামসুল আলম নামে এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

রোববার রাতে খোড়াগাছের রঙ্গাতি পাড়ায় পীরের হাট বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও নির্যাতনের স্বীকার ব্যক্তির পরিবার জানায়, ছাগল মারা নিয়ে শামসুলের সঙ্গে একই এলাকার শহিদুলের দ্বন্দ্বের সূত্রপাত।

দ্বন্দ্বের সূত্র ধরে দু’জনের মধ্যে মোকদ্দমাও চলছিলো। গতরাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে শামসুলের পথরোধ করে শহিদুল এবং তার পরিবার। চলে রাতভর নির্যাতন। গুরুতর অবস্থায় সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

Exit mobile version