Site icon Jamuna Television

সরকারের ব্যর্থতার কারণেই করোনাভাইরাস ছড়িয়েছে: রিজভী

সরকারের ব্যর্থতার কারণেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ সোমবার দুপুরে নয়াপল্টনে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, করোনা মোকাবেলায় সরকার প্রস্তুতির অভাব রয়েছে। করোনা নিয়ে তথ্য গোপনের পাশাপাশি প্রতিনিয়তই মিথ্যাচার করছে সরকার।

রিজভী বলেন, করোনা নির্ণয়ের জন্য পর্যাপ্ত কীট সরকারের কাছে নেই। তাই কে করোনায় আক্রান্ত আর কে নিউমোনিয়া তা জানা যাচ্ছে না। এমনকি ডাক্তারদের জন্যও সরকার পর্যাপ্ত সেফটি সরঞ্জাম সরবরাহ করেনি সরকার।

দেশের ক্রান্তিকালে জাতীয়বাদী দল জনগণের পাশে থাকবে বলে জানান বিএনপির এই নেতা।

Exit mobile version