Site icon Jamuna Television

করোনার সময়ে সংবাদকর্মীদের যাতে চাকরিচুত্যি না হয়: তথ্যমন্ত্রী

করোনার এই সময়ে গণমাধ্যমের মালিক পক্ষ যেন সংবাদকর্মীদের চাকরিচুত্যির দিকে যেন না যায়, সে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিয়ে এ আহ্বান জানান তিনি।

এসময় তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে গ্রুপ ইন্সুরেন্সের ব্যবস্থা করতে পারে সাংবাদিক সংগঠন গুলো। এসময় ঘোষিত ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী জানান, আগামী সংসদে সম্প্রচার মাধ্যম কর্মী আইন উঠতে পারে। করোনা ইস্যুতে তথ্যমন্ত্রী বলেন, এই ভাইরাস এখন বৈশ্বিক দুর্যোগ। এটা নিয়ে রাজনীতি করার সময় না। করোনার প্রতিষেধক আসছে, এটা আসলে মোকাবেলা করা সহজ হবে।

Exit mobile version