Site icon Jamuna Television

চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের খাদ্য সামগ্রী বিতরণ করছে পুলিশ

চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের ফলমুলসহ খাদ্য সামগ্রী বিতরণ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

নগরীর ষোলথানার অধীনে ৮০ জন প্রবাসীর বাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ জানায়, মূলত যারা কোয়ারেন্টাইনে আছে, তাদের ঘরের মধ্যে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানিকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকা সব প্রবাসীর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য-সামগ্রী বিতরণ করবে প্রশাসন।

পুরো জেলাজুড়ে এখন পর্যন্ত ৯৭৩ জন প্রবাসীকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

Exit mobile version