Site icon Jamuna Television

সাভারে দু’টি পোশাক কারখানা বন্ধ

করোনা সতর্কতার অংশ হিসেবে সাভারের হেমায়েতপুরে দু’টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার সকালে দীপ্ত অ্যাপারেলস লিমিটেড ও ডার্ড গার্মেন্টস লিমিটেড কারখানায় বন্ধ ঘোষণার নোটিশ টাঙিয়ে দেয়া হয়। কারখানা দু’টি একই গ্রুপের মালিকানাধীন।

নোটিশে বলা হয়েছে, শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। দু’টি কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের চলতি মাসের পুরো বেতন পরিশোধ করা হবে বলেও জানায় কারখানা কর্তৃপক্ষ।

Exit mobile version