Site icon Jamuna Television

অনুপম কোয়ারেন্টিনে, রাস্তায় দাঁড়িয়ে অনিলের কুশল বিনিময়

বলিউড তারকা অনুপম খের টিভি সিরিজের শুটিং শেষ করে গত ১৯ মার্চ ভারত ফেরেন । বাড়িতে ফিরেই কোয়ারেন্টিনে রয়েছে এই অভিনেতা।কারো সঙ্গে সাক্ষাৎ ছাড়াই তাকে থাকতে হবে গৃহবন্দী মোট ১৪দিন।

এদিকে অনুপমের সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে যান আরেক জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। কিন্তু কারোনা ভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে এবং স্ত্রী সুনীতার নিষেধাজ্ঞার কারণে তার বাড়িতে না ঢুকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ‘নায়ক’খ্যাত এই তারকা। বন্ধু অনুপম খেরের উদ্দেশ্যে গান গেয়েও তাকে উৎসাহ দেন তিনি।

এসময় অনুপম খের কথা বলেন বাড়ির ব্যলকনি থেকে। সে সময় দুইজন একে অপরকে ভিডিও করেন। যা টুইট করে শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

ভিডিও পোস্ট করে অনুপম লেখেন, ভালোবাসার জন্যই অনেকসময় দূরত্ব বজায় রাখতেও হয়। আমার এই ভালোবাসার গল্প প্রতিবেশী তথা ভালো বন্ধু অনিল কাপুরের সঙ্গে।

Exit mobile version