Site icon Jamuna Television

অসুস্থ মুরগী জবাই করে ফ্রিজে, দোকানিকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা সদরের আলাদীপুর বাজারে অসুস্থ মুরগী জবাই করে বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখার দায়ে রাজবাড়ী পোল্ট্রি ফার্ম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৩ মার্চ) দুপুরে রাজবাড়ী সদরের আলাদিপুর বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী পোল্ট্রি ফার্ম নামক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসুস্থ মুরগি জবাই করে ফ্রিজে সংরক্ষণ ও বিক্রি সংক্রান্ত তথ্যের সত্যতা পাওয়া গেলে উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও অভিযানে ফ্রিজে সংরক্ষিত ১১০টি মুরগি ধ্বংস করা হয়। অভিযানে জেলা প্রশাসন, সদর উপজেলা পুলিশ প্রশাসন ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন।

Exit mobile version