Site icon Jamuna Television

হবিগঞ্জে বিচারকের করোনা পরীক্ষার নমুনা ঢাকায় প্রেরণ

হবিগঞ্জ প্রতিনিধি
করোনা আক্রান্ত সন্দেহে হবিগঞ্জ জেলা জজ আদালতের এক বিচারকের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার বিকেলে ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে এ নমুনা পাঠানো হয়। এর আগে হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই বিচারক অসুস্থ বোধ করলে নিজেই হাসপাতালে এসে ডাক্তারের সাথে পরামর্শ করেন। এ সময় তাকে করোনা আক্রান্ত কিনা, তা পরীক্ষার জন্য পরামর্শ দেয়া হয়। সেই সাথে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসক। বিকেলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

আবাসিক মেডিকেল অফিসার জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের অনুরোধে আমরা নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠিয়েছি। কিন্তু কি ধরণের চিকিৎসা বা পরামর্শ দেয়া হয়েছে, তা আমার জানা নেই।

হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে জানা যায়, সোমবার তিনজনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। তারা হলেন একজন বিচারক, একজন সরকারি কর্মকর্তা এবং একজন আনসার সদস্য। তাদের মধ্যে আনসার সদস্যকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

Exit mobile version