Site icon Jamuna Television

বন্ধ হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসির) সদরদফতর। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুবাইয়ে আইসিসির সদরদফতরে কর্মরত সবাইকে ঘরে বসে কাজ করতে বলা হয়েছে।

ছোঁয়াছে ভাইরাস করোনার আতঙ্কে মাঠের ক্রিকেট আগেই বন্ধ হয়েছে। বন্ধ হয়ে গেছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কার্যালয়ও। ঘরে বসে কাজ চলছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের।

আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন আইসিসি সভাপতি শশাংক মনোহর ও প্রধান নির্বাহী মানু সাহনি। সেখানে বিভিন্ন বোর্ডের সব জরুরি বিষয় ও পরিবর্তিত সূচি নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, সাম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। ছোঁয়াছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।

বাংলাদেশেও এই করোনাভাইরাসের প্রভাব পড়েছে। ইতিমধ্যে ৩৩ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে, ৩ জনের মৃত্যু হয়েছে।

Exit mobile version