Site icon Jamuna Television

ইতালিতে করোনায় আরও ৬০১ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর ঘটনায় এখন সবার ওপরে ইতালি। ভাইরাসটির কারণে মৃতের সংখ্যায় চীনকে পেছনে ফেলেছে ইতালি। নতুন করে আরও ৬০১ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭ জনে; যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের মৃত্যুর চেয়েও বেশি।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ৬৩ হাজার ৯২৭ জনে। চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার; যা ইতালির চেয়ে প্রায় দ্বিগুণ। নাগরিকরা ঘরে বন্দি জীবনযাপন করলেও ইতালিতে মৃত্যু ও নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

বিশ্বজুড়ে মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাস মোকাবেলায় ১২ মার্চ থেকে ইউরোপের দেশ ইতালি লকডাউন করা হয়। শুরুতে ২৫ মার্চ পর্যন্ত লকডাউন জারি করা হলেও পরে মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

Exit mobile version