Site icon Jamuna Television

করোনা: সংসদ টিভিতে প্রচার হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস

বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের প্রতিটি স্কুল বন্ধ রয়েছে। এতে করে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিতে শিক্ষকদের রেকর্ড করা ক্লাস, টেলিভিশনে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ক্লাসের ভিডিওগুলো সম্প্রচার করা হবে সংসদ টেলিভিশন চ্যানেলে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্যও একই কৌশল অবলম্বন করতে পারে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আগামী ৩ মাসের পরিকল্পনা হাতে নিয়ে সরকারের এ টু আই প্রকল্পের সহযোগিতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের রেকর্ড করা ক্লাস সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যবর্তী সময়ে প্রচার করা হবে। মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একেকটি বিষয়ের ওপর ৩৫টি করে ক্লাস হবে।

প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ও কলেজ ১৮ মার্চ বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। তবে পরিস্থিতির অবনতি ঘটলে মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

Exit mobile version