Site icon Jamuna Television

করোনায় বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮শ’ ৬১ জনের মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বজুড়ে (বিশ্বের ৪৮ দেশে) ২৪ ঘণ্টায় প্রাণ গেছে রেকর্ড ১৮শ’ ৬১ জনের। মোট প্রাণহানি সাড়ে ১৬ হাজার। নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ।

এখন পৃথিবীর প্রায় সব দেশই এ ভাইরাসে আক্রান্ত। ১৯৫ দেশের ছড়িয়েছে সংক্রমণ। মোট আক্রান্ত তিন লাখ ৮০ হাজার মানুষ। শুধু ইতালি, স্পেন আর ফ্রান্সেই একদিনে মারা গেছেন ১৩শ’র বেশি।

বর্তমানে মহামারির কেন্দ্রস্থল ইউরোপের অন্যান্য দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১শ’। যুক্তরাষ্ট্রে নতুন করে ১৩২ জনের প্রাণহানির পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে। ইরানে এ সংখ্যা ১৮শ’র বেশি।

ছোঁয়াচে কোভিড নাইনটিনের বিস্তার রোধে নতুন করে লকডাউনে গেছে যুক্তরাজ্য। প্রতি মুহূর্তে ভাইরাসটি সংক্রমণের গতি বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সব দেশের সমন্বিত পদক্ষেপ ছাড়া বৈশ্বিক এ মহামারি মোকাবেলা সম্ভব নয় বলেও হুঁশিয়ারি সংস্থাটির।

Exit mobile version