Site icon Jamuna Television

করোনায় স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল

এবার অনির্দিষ্ট কালের জন্য স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল জানিয়েছে উয়েফা। পরবর্তিতে কবে হবে সে ব্যাপারে কোন ধানরা দেয়নি উইরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

৩০ মে ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের ফাইনাল হওয়ার কথা ছিল ২৭ মে। করোনাভাইরাসের প্রভাবে একে একে বন্ধ হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। একই সাথে বাড়ছে কোভিড ১৯’র ভায়বহতা। চলতি বছরের ইউরো পিছিয়ে দেয়া হয়েছে ২০২১ সালে। এ

বারের সাভায় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল স্থগিত করা হলেও পরবর্তিতে কোন তারিখে হতে পারে সেই ধারনা দেয়নি উয়েফা। সব কিছুই নির্ভর করছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে আসার ওপর।

Exit mobile version