Site icon Jamuna Television

স্বপরিবারে হোম কোয়ারেন্টাইনে আছেন ওয়াসিম আকরাম

স্বপরিবারে হোম কোয়ারেন্টাইনে আছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। করোনাভাইরাস সর্তকতায় ১৫ দিনের জন্য সাবেক এই পাকিস্তান অধিনায়কের সেচ্ছায় হোম কোয়ারেন্টাইন।

স্ত্রী শানেইরা ও মেয়ে আইলাকে নিয়ে একটি ভিডিও পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম। যেখানে দেখা যায় তার মেয়ে আইলা আকরামের মাথায় ঝুটি বেঁধে দিয়েছেন এবং চিরুনি দিয়ে আচড়িয়ে দিচ্ছেন ওয়াসিম আকরাম।

ঐ ভিডিও বার্তায় তিনি বলেন সেচ্ছায় কোয়ারেন্টাইনের জন্য ঘরের বাহিরে যাওয়া বন্ধ করে দিয়েছি আমরা। ইতোমধ্যেই অন্যদের সংস্পর্শ থেকে দূরে থাকছি আর পরিবারের সাথে কাটানো সময় উপভোগ করছি।

Exit mobile version