Site icon Jamuna Television

আজ থেকে দেশব্যাপী মাঠে থাকছে সেনাবাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে আজ থেকে দেশব্যাপী মাঠে থাকবে সশস্ত্রবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ার এর অধীনে তারা জেলা ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য নিয়োজিত থাকবে।

সোমবার বিকালে করোনাভাইরাস নিয়ে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে করোনা সন্দেহভাজনদের কোয়ারেন্টাইন পর্যালোচনা করবে বাহিনী সদস্যরা। একইসাথে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনের বাধ্যতামূলক সময় ও পরিচয় পরীক্ষা করবেন সেনা সদস্যরা।

এসময়, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জেলা প্রশাসনকে সহায়তা করার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনে বিভাগীয়, জেলা শহর ও উপকূলীয় এলাকায় সেনা, নৌ ও বিমানবাহনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

এর আগে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৬ মার্চ সরকারি ছুটি, এর সঙ্গে ২৭-২৮ তারিখ সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। ৩-৪ এপ্রিল আবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার সব খোলা থাকবে।

বাংলাদেশে এই পর্যন্ত ৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

Exit mobile version