Site icon Jamuna Television

স্ত্রীর কাছে গোপন রেখে প্রেমিকাকে নিয়ে ইতালি ভ্রমণ, করোনায় আক্রান্ত যুবক

স্বামী করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু স্ত্রী কোনভাবেই বুঝতে পারছেন না কিভাবে তিনি আক্রান্ত হয়েছেন। স্বামীর শরীরে COVID-19 এর উপসর্গ দেখামাত্রই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং টেস্টে পজেটিভ ফলাফলও আসে। এরপরই জানা যায় মূল ঘটনা। স্বামী জানায়, স্ত্রীর কাছে গোপন রেখে করোনার আতঙ্কের মধ্যেই ইতালিতে প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। আর সেখান থেকেই এই মারণ ভাইরাস ছড়িয়েছে তাঁর শরীরে। এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডে।

বছর তিরিশের ব্রিটেনের ওই ব্যক্তি আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে ওই ব্যক্তির স্ত্রীকে আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। যদিও স্ত্রী এখনও জানেন, বিজনেস ট্রিপে গিয়েই স্বামী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি সংক্রমণমুক্ত হয়ে যাবেন বলেই আশা। কিন্তু করোনার আতঙ্কের মধ্যেও তিনি বেশি চিন্তিত পরকীয়া সম্পর্ক নিয়ে। গোটা ঘটনা স্ত্রী জানতে পারলে, জল কোন দিকে গড়াবে, তা আন্দাজ করেই প্রতিনিয়ত ভয় পাচ্ছেন তিনি।

Exit mobile version