Site icon Jamuna Television

ভৈরবে মৃত্যুবরণকারী ইতালি প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত নয়

ভৈরব প্রতিনিধি
ভৈরবে গতকাল মৃত্যুবরণকারী ইতালি প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ।

গতকাল রোববার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে রাত সাড়ে ১০ টায় এই প্রবাসী মৃত্যুবরণ করেন। প্রবাসীর বয়স ৬৫। প্রবাসী গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশের বাড়িতে ফিরে ছিলেন। শ্বাসকষ্ট ও জ্বর দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে রোববার রাতে শহরের আবেদন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই ডাক্তারগন তাকে দেখে আইসোলেসনে নিয়ে যেতে পরামর্শ দেন। পরে রাত সাড়ে ১০ টায় প্রবাসী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা রাতেই তার লাশ শহরস্থ বাসায় নিয়ে যান। পরে আইইডিসিআর কর্মীরা সোমবার সকালে ভৈরবে প্রবাসীর বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে ঢাকায় চলে যান। স্থানীয় প্রশাসন আইইডিসিআর এর গাইড লাইন অনুযায়ী দুপুর দেড়টার দিকে শহরের পৌর কবরস্থনে দাফন করে ।

Exit mobile version