Site icon Jamuna Television

৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রাক প্রাথমিক থেকে শুরু করে দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

এর আগে, করোনা সতর্কতায় গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়ায় বাংলাদেশ সরকারও সর্তক অবস্থায় আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ রাখতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

Exit mobile version