Site icon Jamuna Television

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মাঝে আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রীপরিষদ সচিব জানান, করোনা সংক্রমণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রস্তুতি তুলে ধরে বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।

আর এই ভাষণের মধ্যদিয়ে বাংলাদেশে করোনা পরিস্থিতি, দেশবাসীর করনীয় ও সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জাতির কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version