Site icon Jamuna Television

সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে; ‘মুক্তির সংবাদে’ সংযত থাকবেন: রিজভী

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে সরকারের শুভবুদ্ধির উদয় বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এটা একটা ইতিবাচক দিক। এর পাশাপাশি আমরা এটাও বলব, আমাদের নেতাকর্মী, দলের নেতাকর্মী, দেশবাসী তাদের প্রিয়নেত্রীর এই মুক্তির সংবাদে সংযত থাকবেন। এবং যে মহামারী বিস্তার লাভ করেছে সেখান থেকে যাতে বিস্তার লাভ না করে, এটা যাতে দ্রুত অপসারিত হয় সে ব্যাপারে তারা আল্লাহর কাছে দোয়া করবেন।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গুলশানে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রী আনিসুল হক জানান, মানবিক কারণে বয়স বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে।

Exit mobile version