Site icon Jamuna Television

চীনে দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত ৭৮ জন

পাঁচদিন পর চীনে আবারো করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। আজ নতুন করে দ্বিতীয় দফায় দেশটিতে ৭৮ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই বিদেশ ফেরত। যদিও দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই উহানের বাসিন্দা। মার্চের শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৪ জন মঙ্গলবার আক্রান্ত হয়েছেন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ জরিপ অনুসারে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ হাজার ৫০৮ জন মারা গেছেন। চীনে বিদেশ থেকে এসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২৭ জন।

দেশটির সরকারি গ্লোবাল টাইমস পত্রিকার খবরে সতর্কতা জারি করে বলা হয়, কোয়ারেন্টিনের যথেষ্ট ব্যবস্থা না থাকার অর্থ হলো দ্বিতীয় দফার সংক্রমণ অনেকটা অনিবার্য।

চীনে এখন পর্যন্ত ৮১ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত। মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ২৭৭।

Exit mobile version