Site icon Jamuna Television

পটুয়াখালী‌তে বজ্রপা‌তে কৃষকের মৃত্যু

পটুয়াখালী প্র‌তি‌নিধি:

পটুয়াখালীর গলা‌চিপায় বজ্রপা‌তে স্বপন (৩২) না‌মের এক তরমুজ চাষীর মৃত্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার বিকাল সা‌ড়ে ৫টার দি‌কে উপ‌জেলার চিংগু‌ড়িয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। মৃত স্বপন ওই এলাকার ধলু মোল্লার ছে‌লে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে গলা‌চিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আকতার মো‌র্শেদ জানান, বিকাল সা‌ড়ে ৪টা থে‌কেই ভারী বৃ‌ষ্টির পাশাপা‌শি বজ্রপা‌তের গগণবিদারী আওয়া‌জে এলাকায় আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

স্থানীয়‌রা জানান, ঘটনার সময় স্বপন তার বাড়ির পা‌শে এক‌টি তরমুজ ক্ষে‌তে কাজ কর‌ছিল। এসময় বজ্রপা‌তে তি‌নি গুরুতর জখম হ‌লে হাসপাতা‌লে আনার পর মারা যায়।

Exit mobile version