Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় দ্বিতীয় দফায় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে চীন

করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে দ্বিতীয় দফায় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে চীন। ২৬ মার্চ চীনের বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছাবে সরঞ্জামগুলো।আজ বিকেলে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, চীনের কুনমিং থেকে করোনাভাইরাস শনাক্তের ১০ হাজার কিট, স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার জন্য ১০ হাজার পারসোনাল প্রটেক্টিভ ইনস্ট্রুমেন্ট (পিপিআই) এবং ১ হাজার বিশেষ থার্মোমিটার আসছে। এর আগে ১৭ই মার্চ একটি ফেসবুক বার্তায় মহামারি মোকাবিলায় ঢাকাস্থ চীন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তা করার কথা ঘোষণা করেছিল চীন।

Exit mobile version