Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় বিভিন্ন জেলায় সেনাবাহিনী

সুনামগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা প্র‌তি‌নি‌ধি ও বগুড়া ব্যুরো:

করোনা সংক্রমণের ঝুঁকি ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় পৌঁছেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবেন সেনা সদস্যরা।

সুনামগঞ্জ: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য সুনামগঞ্জে দুই প্লাটুন সেনাবাহিনী নিযুক্ত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা যায় তাদের।

সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করবেন। পাশাপাশি, কোনো জরুরি প্রয়োজন ছাড়া যেন কেউ ঘরের বাহিরে বের না হন সেই পরামর্শ দিবেন সেনাবাহিনীর সদস্যরা। সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করবেন তারা। তাছাড়া, কোনো প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে লোক সমাগমে আসলে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে শাস্তি প্রদান করা হবেও বলে জানান সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকেই টহল শুরু করে দিয়েছেন। করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন করতে ও জনসমাগম যেন না হয় সেজন্য প্রশাসনসহ দায়িত্বরত সবাই কাজ করছে।

বগুড়া: করোনাভাইরাস বিস্তার ঠেকাতে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য বুধবার থেকে বগুড়ায় মাঠে নামছেন সেনা সদস্যরা। জেলার ১২ উপজেলায় কাজ করতে জেলাজুড়ে স্থাপন করা হচ্ছে ৫টি সেনা ক্যাম্প।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি’র সভা শেষে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

জেলা প্রশাসক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেনা সদস্যরা সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিশেষভাবে কাজ করবেন। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেশ অনুযায়ী করোনাভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা, বিদেশ ফেরত কিংবা সন্দেহজনক ব্যক্তিরা বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মেনে চলছেন কিনা এসব বিষয় পর্যবেক্ষণের জন্যও জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে কেউ আইন অমান্য করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

এদিকে, বগুড়ায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালকে আইসোলেশন কেন্দ্র হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার গউসুল আজিম চৌধুরী। এরই মধ্যে ছুটি দেয়া হয়েছে এই হাসপাতালে শতাধিক রোগীকে। হাসপাতালটিকে জনবিচ্ছিন্ন করে আইসোলেটেড করার কাজ চলছে।

বৃহস্পতিবার থেকে এখানে কোভিড নাইনটিনে আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা পাবেন বলেও জানিয়েছেন সিভিল সার্জন। বগুড়ায় এখন পর্যন্ত বিদেশ ফেরত ৪২ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৪৮৯ জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ

ফরিদপুর: মঙ্গলবার ফরিদপুরে পৌঁছেছে সেনাবাহিনী। দুপুরে সাভার ক্যান্টনমেন্টের ২৮/বি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাস মোকাবেলায় করণীয় এক জরুরি সভায় যোগ দেন। সভায় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার আলিমুজ্জামান সহ স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও অন্যান্য দ্বায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা: করোনোভাইরাসের সংক্রমণ রোধে সিভিল প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে সাতক্ষীরায় পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অগ্রগামী দল। মঙ্গলবার বেলা ১২টার দিকে লে. কর্নেল ফারহানের নেতৃত্বে যশোর ক্যান্টনমেন্ট থেকে সাতক্ষীরায় পৌঁছে অগ্রগামী দলটি।

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাথে কর্মপরিকল্পনা নিয়ে এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে করোনোভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব তৈরিতে সাধারণ মানুষকে বিনা কারণে ঘর থেকে বের হওয়া রোধ ও বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক সূত্র জানায়, সেনাবাহিনীর ২০০ সদস্যের একটি দল বুধবার থেকে মাঠে নামবে। প্রতি উপজেলায় নিয়োজিত থাকবে এক প্লাটুন সেনা সদস্য। প্রতিদিন সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্যরা মাঠ পর্যায়ে কাজে নামবেন।

Exit mobile version