Site icon Jamuna Television

নরসিংদীতে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নরসিংদী প্রতিনিধি:

নসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চৈতন্যা এলাকা থেকে ৭৬ কেজি গাঁজা ও ১২শ ৯০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মিনি পিকআপ ও ১টি ট্রাক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার দক্ষিণ গ্রামের মৃত আ: মজিদের ছেলে মো. জামাল (৩২), চাঁদপুর সদরের কামরাঙ্গা গ্রামের মোশারফ মিজির ছেলে আমির হামজা (২৫)। অভিযানের সময় ঢাকার খিলক্ষেত মেম্বার গলির সেলিমের ছেলে আরিফ হোসেন (৩০) পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর উপ পরিদর্শক আক্কাস।

তিনি জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের বড় একটি চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শিবপুর মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version