Site icon Jamuna Television

দ্বৈত চরিত্রে ঐশ্বরিয়ার চাই ১০ কোটি রুপি

দশ কোটি রূপি পারিশ্রমিক চেয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন, তাও এক সিনেমায় অভিনয়ে। কেন তিনি এত অর্থ দাবি করছেন?

মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাতৎকারে প্রযোজক প্রিনানা অরোরা বলেন, ১৯৬৭ সালের ক্লাসিক চলচ্চিত্র ‘রাত অর দিন’-এর রিমেকে তিনি প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটিতে অভিনয়ে তিনি ১০ কোটি রূপি পারিশ্রমিক দাবি করেছেন।

রাত অর দিন (১৯৬৭) সিনেমা পোস্টার

আরোরা আরও বলেন, এ সিনেমায় তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। দ্বৈত চরিত্রে অভিনয়ের অভিনয়ের জন্য বাড়তি প্রস্তুতি ও খাটুনির দরকার পড়ে।

‘রাত আর দিন’ চলচ্চিত্রটির রিমেক করবে প্রিনানা অরোরা ও অর্জুন এন কাপুরের মালিকানাধীন ক্রিআঞ্জ এন্টারটেনমেন্টস।

এদিকে মিড-ডের প্রতিবেদনে বলা হয়, নির্মাতারা দ্বৈত ভূমিকায় বিষয়টি মাথায় রেখে ঐশ্বরিয়ার দাবিতে সম্মত হয়েছেন।

ঐশ্বরিয়া রাই বচ্চন

সাতিন বোস পরিচালিত ‘রাত অর দিন’ সিনেমাটি মুক্তি পায় ১৯৬৭ সালে। বক্স অফিসে তুমুল আলোড়ন তোলা এ সিনেমার প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে ওই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি নিজের ঝুলিতে পুরেছিলেন লাখো তরুণের হৃদয়হরণকারী অভিনেত্রী নার্গিস দত্ত।

নার্গিস দত্ত

ঐশ্বরিয়া কি পারবেন, নার্গিত দত্তের মতো অনবদ্য অভিনয়ে বক্স অফিস কাঁপিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর পদকটি নিতে?

 

Exit mobile version