Site icon Jamuna Television

সিলেটে হোম কোয়ারেন্টাইনে থাকা বৃদ্ধের মৃত্যু

সিলেটে করোনায় শনাক্ত ও মৃত্যুর রেকর্ড।

সিলেটে হোম কোয়ারেন্টাইনে থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাসায় মারা যান তিনি। গেল ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে ফেরেন তার ছেলে। পরদিনই ষাটোর্ধ্ব বাবার শ্বাসকষ্ট শুরু হলে, তাকে কিডনি ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। তখন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎসক। তবে বৃদ্ধের করোনাভাইরাসের পরীক্ষা হয়নি।

স্থানীয়রা জানায়, কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।

Exit mobile version