Site icon Jamuna Television

ভারতের ১৩০ কোটি মানুষ অবরুদ্ধ

ভারতের ১৩০ কোটি মানুষ অবরুদ্ধ। করোনাভাইরাসের বিস্তার রোধে বুধবার প্রথম প্রহর থেকে শুরু হওয়া লকডাউন চলবে টানা ২১ দিন।

স্থানীয় সময় মঙ্গলবার, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে লকডাউনের ঘোষণা দেন নরেন্দ্র মোদি। এর আগে রোববার, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ‘জনতা কারফিউ’ কর্মসূচিতে অংশ নেয় গোটা ভারত। তবে, দেশের পরিস্থিতি বিবেচনা করে এবার দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে বাধ্য হলো সরকার।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিনিয়ত চরিত্র পাল্টাচ্ছে এই ভাইরাস। তাই, ঝুঁকি এড়াতে ১৪ দিনের পরিবর্তে একবারে তিন সপ্তাহ লকডাউনের সিদ্ধান্ত নেয়া হলো। বিশেষজ্ঞদের আশা, এরফলে বাড়ানো যাবে সামাজিক দূরত্ব। তাতে, একদিকে বিস্তার রোধ করা সম্ভব অন্যদিকে আক্রান্তদের ভালভাবে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে।

Exit mobile version