Site icon Jamuna Television

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে সম্প্রচারের সময় এখনও নির্ধারণ করা হয়নি। সন্ধ্যা ৭টায় ভাষণ সম্প্রচারিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে ২৩ মার্চ সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ‘২৫ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা।’

ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version