Site icon Jamuna Television

রাজধানীতে দিনে দুইবার জীবানুনাশক ওষুধ ছিটাবে ডিএমপি

করোনাভাইরাস সংক্রমণরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) এর নির্দেশনায় আজ বুধবার (২৫ মার্চ) থেকে প্রতিদিন দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবানুনাশক ঔষধ ছিটানো হবে।

ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগে ১ম বার সকাল ১০:০০ টা হতে ১২:০০ টা এবং ২য় বার বিকাল ০৪:০০ টা হতে সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত জীবানুনাশক ঔষধ ছিটাবে। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে।

নগরবাসীগণকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়।

Exit mobile version