Site icon Jamuna Television

দিল্লির ৯৩ শতাংশ পকেটমার নারী

দিল্লির পকেটমারদের ৯৩ শতাংশের বেশি নারী। এমনটাই তথ্য দিয়েছে ভারতের সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল সিকিউরিটি ফোর্স। অবশ্য ২০১৬ সালে এই হার ছিলো ৯১ শতাংশ।

তথ্য অনুযায়ী দেখা যায় যে, ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক হাজার দুইশ বাইশ নারী ও মাত্র ৮৯ পুরুষ পকেটমারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারীদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে। দিল্লির ১৪০ টি মেট্রো স্টেশনে এদের ধরার জন্য সাদা পোশাকে নারীদের ব্যবহার করা হয়েছিলো।

নারীরা কেনো পকেটমার। এর কারণ হিসেবে এই্ সংস্থাটি জানায়, নারীদের ছদ্মবেশ নিতে সহজ হয়  আর এসব নারীরা প্রায়ই ছোট ছোট শিশুদের নিয়ে ছদ্মবেশ ধারণ করে। এছাড়া অনেকে নারীদের পকেটমার হিসেবে সন্দেহ করে না। আর এই সুযোগটা নিয়েই নারীরা দিল্লির স্টেশনগুলোতে পকেট মেরে থাকে।

এছাড়াও নারীদের বিরুদ্ধে সাধারনত অভিযোগ করেন না ভুক্তভোগীরা। কেননা পকেটমারের পর তা আবার উদ্ধার করে গত বছরে ৬৮ লাখ রুপি আসল মালিকের কাছে ফেরত দেয়া হয়। কিন্তু মাত্র ১৮টি মামলা হয়েছে এসব পকেটমারের বিরুদ্ধে, ভুক্তভোগীরা নারীদের বিরুদ্ধে মামলা করতে চায়নি।

 

টিবিজেড/

Exit mobile version