Site icon Jamuna Television

ফিরছে বাড়ি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও মহাসড়ক সংস্কারের কারণে মির্জাপুরের গোড়াই হতে পাকুল্লা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার ভোর রাত থেকে এ যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।

গোড়াই হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, করোনার ছুটি পেয়ে মানুষ বাড়ি ফেরায় সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। অপরদিকে ধল্লা ব্রীজে এক লেন বন্ধ করে দিয়ে সড়কের নির্মাণ কাজ করায় যানজটের সৃষ্টি হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। তারা ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়েছে। এখন অনেকটাই ক্লিয়ার হতে শুরু করেছে আশা করি এক ঘণ্টার মধ্যে যানজট স্বাভাবিক হবে।

Exit mobile version