Site icon Jamuna Television

করোনাভাইরাস: নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি

করোনাভাইরাসের বিস্তার রোধে আজ বুধবার মধ্যরাত থেকে এক মাসের জরুরি অবস্থা জারি করেছে নিউজিল্যান্ড। প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দেশজুড়ে ওই জরুরি অবস্থা জারি করেছেন। খবর বিবিসি ও রয়টার্সের।

নিউজিল্যান্ডে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ২০৫। স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে এক মাসের জন্য বন্ধ থাকবে স্কুল এবং সব ধরনের অফিস-আদালত।

জরুরি অবস্থা ঘোষণায় প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পার্লামেন্টকে বলেন, ‘আজ মধ্যরাত থেকে ভাইরাসকে তার গতিপথে সামনে আগানো বন্ধ করতে আমরা চার সপ্তাহের জন্য আত্মগোপনে চলে যাব’।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, পরিস্থিতি ভালো হওয়ার আগে কেউ কোনো ভুল করবেন না, তা হলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে।

Exit mobile version