Site icon Jamuna Television

নিঃসঙ্গতা কেটেছে ‘ফিরোজা’র

নিঃসঙ্গতা কেটেছে ‘ফিরোজা’র। হঠাৎই তাকে ঘিরে জনসমাগম বেড়ে গেছে। যদিও সংক্রামক করোনাভাইরাসের কারণে সকল ধরনের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে সরকার। চিকিৎসকরাও সেই পরামর্শ দিচ্ছেন। খালেদা জিয়া মুক্তি পাওয়ায় সেটি যেন ভুলেই বসেছেন বিএনপির নেতাকর্মীরা। গুলশানে তার বাসভবনে ভিড় করেছেন তারা।

এর আগে, বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেতাকর্মীদের ভিড় ঠেলে গাড়িতে ওঠেন বিএনপি চেয়ারপারসন। রওনা দেন বাসভবন ‘ফিরোজা’র দিকে। খালেদা জিয়ার আগমন উপলক্ষে ধুয়ে–মুছে সাফ করা হয়েছে ফিরোজাকে। সকালে আনা হয়েছে ফুলের টব। কেনা হয়েছে চাল–ডাল, কাঁচাবাজারও। খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন ঘোষণার পরপরই তার স্বজনরা প্রস্তুতি নিতে শুরু করেন।

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে গত দুইবছর একরকম খালিই পড়েছিল ফিরোজা। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সন্তানদের নিয়ে থেকে গেছেন বারকয়েক। আজ আবার মুখরিত হয়ে উঠেছে ‘ফিরোজা’। ফিরে এসেছেন বাড়ি মালিক খালেদা জিয়া। তবে, ফিরোজার অধিক মুখরতাও কাম্য নয়, কারণ- সংক্রামক করোনাভাইরাস।

Exit mobile version