Site icon Jamuna Television

স্যানিটাইজার ও মাস্ক বানিয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন ছাত্র ফ্রন্টের প্রাক্তনরা

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকিতে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তনরা। নিজস্ব উদ্যোগে এসব সুরক্ষা সামগ্রী তৈরি করেছে তারা। বুধবার রাজধানীর কড়াইল বস্তিতে ৫০০ পরিবারের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি দেয়া হয়েছে হাত ধোয়ার সাবানও। পর্যায়ক্রমে নাখালপাড়া, বিএনপি বাজার বস্তি, কল্যাণপুর বাজার, খুলনার পাটকল শ্রমিক, সিলেটের চা-শ্রমিক ও যশোরের নওয়াপাড়া শ্রমিকদের মাঝেও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের সভাপতি আলী মো. আবু নাঈমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নাখালপাড়ার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার কক্ষে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বোতলজাত করা হয়। এ উদ্যোগের সাথে সম্পৃক্ত ছিল শহীদ রুমী স্মৃতি পাঠাগারও। পাঠাগার দুটির সদস্যদের সাথে একাজে অংশ নিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তন নেতা আশরাফুল হক মুকুল, মন্তাজ উদ্দিন, ডা. গোলাম রাব্বানী, অ্যাড. সুলতানা আক্তার রুবী, সাদরুল হাসান রিপন ও রুমী স্মৃতি পাঠাগারের সভাপতি রাফসানুল আফসান সাজ্জাদ।

এসকল সুরক্ষা সামগ্রীর পাশাপশি ভবিষ্যতে তরল হ্যান্ডওয়াশ তৈরি করে বিতরণের উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।

Exit mobile version