Site icon Jamuna Television

করোনা সংকটে নিজ প্রতিষ্ঠান কর্মীদের পাশে নিপুণ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে স্বল্প আয় ও দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা মানুষের কথা মাথায় রেখে সম্প্রতি নিজের প্রতিষ্ঠান বন্ধ করে কর্মীদের অগ্রিম বেতন দিলেন চিত্রনায়িকা নিপুণ।

রাজধানীতে ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামে একটি প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নিপুণের। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার প্রতিষ্ঠান খুব বেশি বড় নয়। তবুও আমি চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকতে। কারণ তাদের জন্যই চলছে আমার প্রতিষ্ঠান।

তিনি বলেন, পুরো পৃথিবী থেমে আছে করোনার কারণে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এ সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। আমার প্রতিষ্ঠানে যেহেতু প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে আসেন, তাই সংক্রমণ প্রতিরোধে সেটি বন্ধ করে দিয়েছি।

এছাড়া কর্মীদের তাদের মাসিক প্রাপ্য বুঝিয়ে দিয়েছি বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন- আমার মতে, এ দুঃসময়ে সবারই তার নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীদের পাশে থাকা উচিত।

Exit mobile version