Site icon Jamuna Television

ক্রাইস্টচার্চে মসজিদে হামলা: দোষ স্বীকার ব্রেন্টন টারান্টের

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করেছে অভিযুক্ত ব্রেন্টন টারান্ট।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আকস্মিকভাবেই বিশেষ শুনানির ব্যবস্থা করেন ক্রাইস্টচার্চ উচ্চ আদালত। শুনানিতে, কারাগার থেকে অডিও-ভিজুয়াল লিংকের মাধ্যমে অংশ নেয় টারান্ট। এসময় কয়েদির পোশাকে দেখা যায় ২৯ বছর বয়সী এই অস্ট্রেলীয় যুবককে।

গেল বছর ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টারে ৪০টি হত্যাচেষ্টার অভিযোগও স্বীকার করে নেয় টারান্ট। টারান্ট জানায়, একা স্বপ্রণোদিত হয়েই চালায় হামলা। নিউজিল্যান্ডের ২০০২ সালের সন্ত্রাস দমন আইনে বিচার চলছে টারান্টের বিরুদ্ধে।

Exit mobile version