Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় ১০ দিনের ছুটি শুরু, ফাঁকা ঢাকা

করোনাভাইরাস মোকাবেলায় দেশে আজ থেকে শুরু হলো টানা ১০ দিনের সাধারণ ছুটি। একই সঙ্গে সারাদেশে আজ থেকে বন্ধ গণপরিবহন চলাচলও। জরুরি সেবা ছাড়া অন্য পরিবহন চলাচল করছে না।

এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে আছে সশস্ত্র বাহিনীও। করোনার বিস্তার ঠেকাতে, দেশবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভাইরাস প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version