Site icon Jamuna Television

লকডাউন না মানলে গুলির নির্দেশ: তেলেঙ্গানার মূখ্যমন্ত্রী

করোনা পরিস্থিতি মোকাবেলায় জারি করা লকডাউন না মানলে গুলির নির্দেশ দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের মূখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি বলেন, লোকেরা যদি পুলিশ না মানেন তবে আমি সেনা মোতায়েনের জন্য বলব এবং দেখা মাত্র গুলির অর্ডার জারি করা হবে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় ভারতে ২১ দিনের লকডাউন চলছে। তবে মুদি, ওষুধ এবং রান্নার গ্যাসের মতো প্রয়োজনীয় পণ্যগুলি লকডাউনের আওতার বাইরে রয়েছে।

রাজ্যটিতে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সন্দেহভাজন রয়েছেন ১৪০ জন।

কে চন্দ্রশেখর রাও আরো বলেন, আমি সকল বিধায়ক মন্ত্রীদের এবং কর্পোরেটরদের সক্রিয় থাকার জন্য নির্দেশ দিচ্ছি, এটি তাদের পদক্ষেপের নেয়ার জন্য উপযুক্ত সময়। যেসব রোগীদের করোনা পজিটিভ পেয়েছি তাদের পাসপোর্টগুলি জব্দ করছি আর যারা হোম কোয়ারেন্টাইন প্রোটোকল ভাঙবে তাদের ও পাসপোর্ট জব্দ করা হবে বলে জানান তিনি।

Exit mobile version