Site icon Jamuna Television

কক্সবাজারে করোনা সংক্রমণরোধে সেনাবাহিনীর টহল

কক্সবাজার প্রতিনিধি:

করোনাভাইরাস সংক্রমণরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজার স্থানীয় প্রশাসনকে সহযোগীতায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।

বৃহস্পতিবার সকালে রামু সেনানিবাস ১৪/বি টুআইসি মেজর আরিফ এবং জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তফা জাবেদ কায়সারের যৌথ নেতৃত্বে সেনাবাহিনীর একাধিক গাড়ি শহরের প্রধান সড়কসহ প্রতিটি এলাকাতে টহল দিতে দেখা যায়। এসময় সেনাসদস্যরা মাইকিং করে, লিফলেট বিতরণ করে এবং বাইরে অবস্থানরত লোকদের ঘরে ফিরে যাওয়ার জন্য তাগিদ দেন।

এছাড়া রাস্তাঘাটে যেন লোকজন সমবেত হতে না পারে, সবাই যেন নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করে এবং যথাযথভাবে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলে এই বিষয়গুলো নিশ্চিতকরণে সেনাবাহিনী প্রশাসনকে সহযোগিতা করছে।

সেনাবাহিনী মাঠে নামার পর থেকেই সাধারণ মানুষের বাহিরে আসার প্রবণতা কমে এসেছে। রাস্তাঘাটে খুব কম সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে।

উল্লেখ্য বুধবার থেকে কক্সবাজারে সেনাবাহিনী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে কাজ শুরু করেছে।

Exit mobile version