Site icon Jamuna Television

বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাক প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এ শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।

শুভেচ্ছা বার্তায় ইমরান খান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে পাকিস্তানের জনগণ, সরকার ও আমার (ইমরান খান) পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে পাকিস্তান বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরও মজবুত ও জোরদার করতে চায়। দুই দেশের মধ্যেই আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের সাধারণ আকাঙ্খা রয়েছে।

এইসব সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ভবিষ্যতে আমাদের সহযোগিতার সূচনা আরও মজবুত করতে পারি।

একইসাথে, বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম মানুষের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি।

Exit mobile version