Site icon Jamuna Television

পাবনার ঈশ্বরদীতে ট্রাক উল্টে এক পথচারীর মৃত্যু

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে আলু বোঝাই ট্রাক উল্টে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। নিহত সোহবার মোল্লা (৬৫) নাটোরের বড়াাইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন রাজাপুর পূর্ণকলস এলাকার
মৃত আহম্মেদ আলীর ছেলে।

পাকশী হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে আলু নিয়ে একটি ট্রাক (যশোর মেট্রো-ট-১১-৫০৮৩) কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেটের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোহবার মোল্লার মৃত্যু হয়।

পুলিশ আরোও জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই বৃহস্পতিবার দুপুরে মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথার মধ্যস্থতায় নিহতের পরিবারের স্বজনদের কাছে মরদেহ হস্থান্তর কর হয়।

Exit mobile version