Site icon Jamuna Television

দেশে আরও ৫ জনের করোনা শনাক্ত

দেশে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। তবে, এদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার দুপুরে এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, নতুন আক্রান্তরা সবাই পুরুষ। এদের ২ জনের বয়স ৩০-৪০ এর মধ্যে, ২ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে। অপর একজন্য ষাটোর্ধ্ব। তারা বিভিন্ন হাসাপাতাল কিংবা বাড়িতে আইসোলেশনে আছেন।

ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, সবাই করোনা বিষয়ক সতর্কতা মেনে চলবেন। কোনো ধরনের জনসমাগমে যাবেন না।

আইইডিসিআর’র করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের পরিসর বাড়ানো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট কল এসেছে ৩ হাজার ৩২১টি। এদের মধ্যে ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

Exit mobile version