Site icon Jamuna Television

রুয়ান্ডায় লকডাউন অমান্য করায় ২ যুবককে গুলি করে হত্যা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘোষিত লকডাউন অমান্য করে বাড়ি থেকে বের হওয়ায় রুয়ান্ডায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরার বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নিহত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপরই তাদের গুলি করা হয়।

পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপ-সাহারা অঞ্চলের দেশগুলোর মধ্যে এখানেই প্রথম সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়। সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রোববার থেকে। শুধু জরুরি পরিষেবাগুলো এ সময় চালু থাকবে।

Exit mobile version