Site icon Jamuna Television

মার্চের মধ্যে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের নির্দেশ

আগামী মার্চে সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় ছাত্রলীগ নেতাকর্মীদের আরও বেশি সচেতন হতে হবে। সমাবেশ শেষে একটি শোভাযাত্রাটি শাহবাগ-মৎস্য ভবন হয়ে গুলিস্তানে গিয়ে শেষ হয়। শোভায়াত্রায় সংগঠনের নেতাকর্মীরা নেচে গেয়ে অংশ নেন।

 

Exit mobile version