Site icon Jamuna Television

সীমিত পরিসরে জুমার নামাজ আদায় করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশের বিশিষ্ট আলেম ও ওলামাদের পরামর্শ অনুযায়ী আগামীকালের জুমার নামাজে সীমিত মুসুল্লি আসার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একইসাথে শতভাগ সুরক্ষা নিশ্চিত না হয়ে কোন মুসুল্লিকে মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন।

বৃহস্পতিবার বিকেলে এ আহ্বান জানানো হয়। এসময় যাদের হাঁচি, কাশি কিংবা জ্বর রয়েছে তাদেরকে বাসায় বসে জুম্মার পরিবর্তে যোহরের নামাজ পড়ার আহ্বান করা হয়। পাশাপাশি বয়স্ক মুসুল্লিদের কিছুদিন সব নামাজ বাসায় পড়তে অনুরোধ করা হয়েছে।

এদিকে, দেশে করোনাভাইরাসে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। সবমিলিয়ে ১১ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে মারা গেছেন পাঁচজন।

Exit mobile version