Site icon Jamuna Television

গাইবান্ধায় নির্দেশনা মানছে না জনসাধারণ

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নির্দেশ না মানায় ব্যবসায়ীসহ সাতজনকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ এই জরিমানা করেন।

জরিমানা করা সাতজনের মধ্যে দোকান খোলা রাখার অপরাধে চার ব্যবসায়ী ও অযাচিতভাবে আড্ডা দেয়ায় তিনজনের কাছে পাঁচশত টাকা করে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ফাঁসিতলা, চাঁদপাড়া, কোচাঁশহর ও মহিমাগঞ্জ এলাকায় অভিযান চালায়।

এসময় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দোকান খোলা রাখা ও অযাচিতভাবে আড্ডা দেয়ায় সাতজনকে আটক করা হয়। পরে প্রত্যেকের কাছে পাঁচশত টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিয়ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Exit mobile version