Site icon Jamuna Television

চীন-ইতালিকে ছাড়িয়ে সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে

দ্রতগতিতে করোনাভাইরাস বিস্তারের ক্ষেত্রে সব দেশকে টপকে বর্তমানে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনেই ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

যেখানে ভাইরাসের উৎপত্তিস্থল চীনে নতুনভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা নেমে এসেছে শূণ্যের কোঠায় সেখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আবস্থানে রয়েছে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া। একদিনেই সেখানে প্রাণ হারিয়েছেন ২৬৬ জন। সবমিলিয়ে এ সংখ্যা ১৩শ’র মতো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ছড়ানোর জন্য কোন মার্কিনী দায়ী নয়। বিরোধীতার মুখেও প্রথমেই চীনের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছি। কারণ, ভাইরাসের মতো গোপন শত্রুর বিরূদ্ধে আমাদের লড়তে হচ্ছে। যাতে, ৬০/৭০ লাখ মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প আরও বলেন, মার্কিনীদের সুরক্ষায় প্রশাসন বরাবর তৎপর। তাদের প্রতিমাসে স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় ৩ হাজার ডলার পৌঁছে দেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

Exit mobile version