Site icon Jamuna Television

করোনা আক্রান্তের সঙ্গে সেলফি, পাকিস্তানের ৬ সরকারি কর্মকর্তা বরখাস্ত

করোনাভাইরাসে আক্রান্ত এক সহকর্মীর সঙ্গে সেলফি তুলে সাসপেন্ড হলেন পাকিস্তানের ছয় সরকারি আধিকারিক।

বৃহস্পতিবার পর্যন্ত পাঞ্জাব প্রদেশে ৩০০, বালুচিস্তানে ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তা সত্ত্বেও বহু মানুষ এখনও সচেতন নয়। তারই ফল দেখা গেল দেশের রাজস্ব বিভাগের ওই ছয় আধিকারিকের আচরণে।

এক আধিকারিক জানান, প্রায় এক মাস ধরে ইরানে তীর্থ করতে গিয়েছিলেন আক্রান্ত ব্যক্তি। ফেরার পর তাঁর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে যান ওই ছয় আধিকারিক। এর আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা যায়নি। তাই সকলে একসঙ্গে সেলফি তোলেন।

ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কয়েকদিন পরেই ওই ব্যক্তির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আর তাতেই ঘটে বিপত্তি। সাসপেন্ড হওয়ার পাশাপাশি ওই ছয় আধিকারিক আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। আর যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদেরও চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Exit mobile version