Site icon Jamuna Television

ছুটিতে স্থবির রাজধানী, চারদিকে সুনসান নিরবতা

করোনাভাইরাস সতর্কতায় দেশে ১০ দিনের বাধ্যতামূলক ছুটিতে স্থবির হয়ে পড়ছে রাজধানী ঢাকা। প্রধান সড়কসহ অলিতে গলিতে এখন সুনসান নিরবতা।

দেশের জনবহুল জায়গাগুলোর চিত্র এখন অন্যরকম। বন্ধ রয়েছে সবধরনের গণপরিবহন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ । কেবল জরুরি প্রয়োজনে কেউ-কেউ বের হয়েছেন। তবে তল্লাশি চৌকিতে তাদেরও দিতে হচ্ছে কৈফিয়ত। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জন সাধারণকে কঠোর নজরদারিতে রেখেছে সশস্ত্রবাহিনী-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর গাড়ি টহল দিতে দেখা যাচ্ছে প্রধান সড়কসহ অলি গলিতেও। হ্যান্ডমাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিচ্ছেন তারা।

Exit mobile version